আলেয়াকে আলো ভেবে
রেখেছিলাম হাতে হাত,
নীরবে চুপটি করে-
হেনেছিলো-অভিঘাত!


বেদনার বালুচরে
সবই দেখি পরিহাস!
জানি না এ অবকাশে
কতটুকু পাব শ্বাস!


কিবা ছিল মনের আশা,
কিবা ছিল অভিলাষ,
জ্ঞাতসারে দিয়েছিলে
প্রণয়ীকে বনবাস!


বিরহ বেদনা এসে
করেছিল মন গ্রাস!
হারিয়েছি ভালোবাসা
হারিয়েছি নীলাকাশ!


অনুরাগে ফুটে বাগে
সুরভিত কত ফুল,
বেলাশেষে দেখি এসে
কেবলই করেছি ভুল!