করোনার নৈকট্যে এসে মানুষ কি
খুঁজে পাবে তার হারানো শেকড়?
এই সংযমের চর্চা আমাদের মাঝে
সৃষ্টি করবে কি মানবিক আচরণ?
এই সুবাদে মানুষ যদি হয়ে যেত
আবার ঘরমুখো, পরিবার আবার
ফিরে পেত তার হারানো ঐতিহ্য।
পুনরায় হযে যেতো ভালবাসাময়।


এই করোনার ধাক্কায় যদি সমাজ
অশ্লীলতামুক্ত হতো, বিশুদ্ধ হতো
অসদাচরণ অথবা পরকিয়া থেকে,
লাম্পট্য-বেলেল্লাপনা-নগ্নতা থেকে।
করোনা আতঙ্কের মত মানুষ যদি
মৃত্যু ভয়ে থাকতো সদা কম্পমান;
তাহলে কমে যেত ধর্ষণ-ব্যভিচার,
সন্ত্রাস-ডাকাতি, সুদ-ঘুষ-অনাচার।


সুশাসনে পূণ্যময় হতো সকল দেশ
অপচয় থেকে রক্ষা পেতো পরিবার-
রাষ্ট্র, প্রতিটি প্রজন্ম হতো সুশৃঙ্খল;
জীবন সুশোভন হতো, হতো সফল।