দুখের সাথে ঘর করেছি জীবনভর!
অনেক সময়ে তুলেছি ঝড়!
কামড়ে মরেছি স্বীয়-অধর!
তবুও হয় নাই অরি বা পর!


দহন আমার জীবনের সাথী,
বৃষ্টি এলেও ধরি নাই ছাতি!
তবুও, রইলো হয়ে অনুচর!
দুখের সাথে ঘর করেছি জীবনভর!


চাই নাই তবু গড়েছি বাসর!
ক্রমাগতই সে ভাঙ্গে পাঁজর!
দুঃখ-দুর্দশায় হয়েছি পাথর!
তবুও আছে হৃদয় জুড়ে জীবনভর!