যারা, ধনী-গরীবের মাঝে গড়বেন একতা
ঘুচিয়ে অনৈক্য, মিটাবে বেশুমার ব্যবধান!
আমরা চেয়ে আছি সেই মানুষের পথপানে,
যিনি সবাইকে সত্য পথে করবেন আহবান।

এসেছে আবারো কোরবানীর ঈদ অবনীতে,
মুসলমান কি আছে, নীতির উপর দাঁড়িয়ে?
ডিপ ফ্রিজে স্থান পায় নিঃস্ব'র ভাগের মাংস!
এড়িয়ে যায় দুর্নীতিবাজ, দেখে না তাকিয়ে!


হারাম টাকায় কিনে, ধনীরা বিশাল বড় গরু
কি এক পরমানন্দে ফিরে যায় আপন বাড়ি!
ভাবে না ওরা, এই ত্যাগে আছে কি বৈধতা!
রিক্তকে বঞ্চিত করে চড়ায় চুলায় পূর্ণ হাঁড়ি!


ভুলে যাই বিধির বিধান, ভুলে যাই ইসলাম!
সবজান্তার মত, বিকৃত করি ধর্মীয় সব রীতি,
ধারি না রে কারো ধার! নিজেকে শ্রেষ্ঠ ভাবি;
ঈদের মাংস কাটি ছেড়ে আধুনিক কত গীতি!


হে আল্লাহ্ ক্ষমা করো আমাদের সব অপরাধ
ধ্বংস করে দাও চিরতরে, হৃদয়ের যত পাপ,
চাই সেই মহান যিনি শোনাবেন তোমার বাণী;
আবার যেন ফিরি তোমরই পথে, চেয়ে মাফ।