পশুর বাজার বেজায় গরম
খোকার মনটা নয় ভালো,
গরু, ছাগল হয় না কেনা
বাবার মুখটা তাই কালো!


সকাল হলে দলে দলে
সবাই যাবে ঈদগাহ্ মাঠ,
নতুন নতুন পাঞ্জাবী আর
কেউবা পড়বে রঙিন শার্ট।


কোর্মা পোলাও জর্দ্দা খাবে
মনের সুখে ঘুরবে সব,
শতেক দুখের মাঝেও খুশি
বিলিয়ে দিবেন দয়াল রব।


গরু ছাগল জবাই হবে
ঈদের জামাত শেষ হলে,
ইমাম সাহেব ছুরি হাতে
ঘুরবে পাড়ায় দল-বলে।


খোকা বলল, শোন বাবা
দূর হবে সব পেরেশানী,
আমার প্রিয় ছাগলটাকে
দেই যদি আজ কুরবানী!


দুখের মাঝেও সবার মুখে
ফুটলো এবার হাসি,
আদর করে খোকার মা’য়ে
জড়িয়ে ধরলো আসি।


সব বাড়িতে এমন খোকার
জন্ম হবে যবে!
ত্যাগের মহান আদর্শটা
শান্তি আনবে তবে।