লন্ঠনের শেষ জ্বালানীটুকুও লুন্ঠন হয়ে গেল!
এখন আর কেউ সাদা মানুষের সন্ধান করে না
আলো-আঁধারীর মাঝে ডুবে থাকা শংকিত পল্লীতে!


জনতার নেতারা এখন মানুষের পাকস্থলীতে
লাল বড়ি জমা রেখে আবার পায়ু পথে
টেনে টেনে বের করে মুখে পুরে দেয়!
ওরাই লালবাবু, লাল বিধানের কথা কয়!


লাল লাল বর্ণ সম্ভারে লিখে বিপ্লবের গল্প, কবিতা।
যা দারুন উপভোগ্য, মুগ্ধ করা এবং কাব্যময়!
ওদের স্লোগানে থর্ থর্ করে কাঁপে
নব সূর্যোদয়ের নির্ভীক সাক্ষীগণ!


আবার পাপের উর্দ্ধমুখী চাপে হৃদয় বিকল হলে
কাফেলায় শামিল হয়ে সারা গায়ে পবিত্র ধুলো মেখে
পবিত্রতার প্রশংসাপত্র কুড়িয়ে নেয়!


স্ববিরোধিতা সংকটে রুগ্নকায়া মগ্ন থাকে নগ্ন খেলায়!
সুনীতি হারিয়ে গেলে প্রলম্বিত প্রহসন অনল ছড়িয়ে
আবার আসবে ফিরে অবনী জুড়ে জাগতিক যন্ত্রণায়!