মনে কি হয় না একবারও অবস্থাদৃষ্টে-
অচিরেই পৌঁছে যাব আমরা দুর্ভিক্ষস্থলে!
কারণ থাক বা না থাক, চলছে সব ফ্রীস্টাইলে!
বাড়ছে হু হু করে দ্রব্যমূল্য অযাচিতভাবে!
কার কত মজুদ আছে জমানো অর্থ ট্যাঁকে!


অথচ,  সাজানো রয়েছে পণ্য থরে থরে তাকে!
ঘাটতি নেই! তবু কেন ক্রেতাকে ফেলো বিপাকে?
বাড়ছে না রোজগার! বাড়ছে খরচ নিত্য প্রাতে!
তবে কি মরবে মানুষ, কারো লোভের আঘাতে!
মানবসৃষ্ট দুর্ভিক্ষে শিশুরা কাঁদে নির্ঘুম রাতে!


নাদুস-নুদুস কত মহাজন স্বপ্ন দেখে মর্ত্যস্বর্গের!  
কেউ বা দেখে দু’চোখে অন্ধকার! ক্ষুধার্ত পেটে!
মমতাহীন সমাজে আবারও যদি ফিরে আসে
ভয়াল মৃত্য! মরবে তো তারাই, যারা গায়ে খাটে!
অথচ, এখনো জালিম রঙমহলে জৌলুশে হাসে!


মানুষের তরে শুনি মানুষের দরদের কল্পকথা!
অথচ, কারো দুঃখে লাগে না কারো এতটুকু ব্যথা!
তারপরও কথার ফানুস উড়ে আকাশে-বাতাসে!
চাই না এমন ভালোবাসা! যে ভালোবাসায় নেই
শান্তির আশ্বাস! যে সোহাগ পরিণত করে দাসে!