ভগ্ন হৃদের বিলাপ শুনে মগ্ন পাপীর মহোৎসব!
উল্টো রীতির নগ্নদেশে আসবে দেখ ঠিক গজব!
মর্ত্যভূমে গড়বে স্বর্গ, অমর হবার অলীক আশ!
কর্মবিমুখ স্বপ্নচারী হাওয়ায় করে সুখের চাষ!


নষ্ট মানুষ রুষ্ট হয়ে ছুঁড়ছে শুধুই অগ্নিবাণ!
ঈর্ষাবশে নিচ্ছে কেড়ে হেসেখেলে খোদার দান!
বিদ্বেষের এই নুনসাগরে বইছে দেখ রক্তস্রোত
কোথায় আছে সেই মহাজন, গড়বে প্রতিরোধ?


লগ্নভ্রষ্ট ক্রান্তিকালে, নীতির যেন নেই বালাই!
দুর্বা ঘাসের কান্না শুনে ইচ্ছে করে সব পালাই।
খাদের জলে ভাসছে দেখ অপহৃতার নগ্ন লাশ
কোন্ সাহসে নরাধমে করে আবার তথ্য ফাঁস!


এই সময়ের দুঃখ গাঁথার রইবে লেখা ইতিহাস
বংশধরের অভিশাপে করবে এরাই নরকবাস,
পাপের পাহাড় হচ্ছে বিশাল, বাড়ছে নাভিশ্বাস;
সেই কারণেই ভাঙ্গবে একদিন স্বচ্ছ নীলাকাশ!