(১)
নষ্ট মানুষের কষ্ট গুলো
শ্রাবণের ঢল হয়ে,
চেতনার সিংহদ্বারে এখন
গড়াগড়ি খায় শুয়ে!


ক’দিন আগেও আদর পেত
কোল বালিশের মত,
বাঁদর হয়ে চড়েছিল শিরে
করেছিল ক্ষত-বিক্ষত!


আগামী হেমন্তে হয়তো আবার
বেড়ে যেতে পারে দাম,
দুঃখ করো না ব্যঙ্গবাদীরা
পাবেই নীলাভ খাম।


(২)
ভেবেছ কি তুমি কোনোদিন
কি তোমার অর্জন,
সমাজে তোমার কিবা অবদান
তুমি কতটুকু সজ্জন?


কার সাথে কার করিছো তুলনা
আরশিতে দেখ মুখ,
ত্যাগের মাঝেই রয়েছে শান্তি
ভোগের বাজারে দুখ।


মোচড় খাওয়া হাওয়ার ভেতর
অন্য রকম ঘ্রাণ!
বাঘের ঘরের ঘোগের এবার
ওষ্ঠাগত প্রাণ!


(৩)
যে শাবক পায়নি তার
শেকড়ের সন্ধান,
সেই আজ লিখে হায়
নব অভিধান!


লাগামহীন জবান যার
তারই হয় ক্ষতি,
এ ভাবেই এগিয়ে চলে
ধরণীর গতি।


সৃষ্টির অহমে যারা অন্ধ হয়ে
সত্যকে করে অপমান!
ঔদ্ধত্য যদি কারো হয় সীমাহীন
বিধাতা থাকে না ম্রিয়মাণ।