আকাশ জুড়ে যদি লক্ষ তারকা উঠে
কাননে ফুটে যদি হাজারো ফুল,
জমিনে জ্বলে যদি জোনাকি মিটিমিটি
তৃষিত হৃদয় হয় তীব্র ব্যাকুল।


শোভিত প্রভাতে যদি প্রদীপ্ত হয় মন
পুলকে মগ্ন হয় সারাটি ভুবন,
পাখি ডাকা ভোরে হাসে উজ্জ্বল সূর্য
বর্ণিল হয়ে উঠে মধুর জীবন।


সোনালী ফসল দোলে হিমেল হাওয়ায়
আল পথে চলে বধু নগ্ন পায়,
স্নেহের আঁচলতলে মিটে যায় অবসাদ
চিরচেনা অপূর্ব মায়াবী গাঁয়।


সুখের স্বপ্ন নিয়ে রজনী কাটায় প্রেমী
হৃদয় সিক্ত করে মিহি সংলাপে,
পূর্ণ চন্দ্রমা ছড়ায় স্নিগ্ধ আলোর ঢেউ
মাধবী নিশীথে মাতে উত্তাপে!