জানতো বুঝি পোষা কুত্তা
মৃত্যু অনিবার্য,
তবুও সে হামলা করলো
মিটাতে তার কর্জ।


খুনি শালার হাতের বন্দুক
ছিটকে পড়লো দূরে,
প্রভূভক্ত কুকুরের হামলায়
পালাল খুনি দৌড়ে!


অবাক হয়ে তাকিয়ে রইল
দেখে কুকুরের কান্ড,
দুঃখ পেল মানুষের কর্মে!
কিন্তু পশু নয় ভন্ড।


মানুষ যখন মানুষ মারে
বিবেক থাকে অন্ধ!
বিবেক বিহীন পশুর আছে
মানবতার ছন্দ!


কোথা পেলো এমন শিক্ষা
মূর্খ প্রভূভক্ত,
সৃষ্টির সেরা চালায় খঞ্জর-
হয় না অনুতপ্ত!