মানবতা যেথা কেঁদে কেঁদে মরে, বিস্মিত হয় সৃষ্টি;
হৃদয়ের মাঝে ব্যাকুলতা বাড়ে, দুই চোখে ঝরে বৃষ্টি!
বিশ্ব অবাক! হ’লো হতবাক! দেখে মানুষের কান্না,
নাফ নদী দিয়ে ভেসে যায় লাশ, বয়ে যায় খুন বন্যা!


রীতিহীন নীতি, কুঁড়ে খায় ভীতি, বিপন্ন সভ্যতা,
বিশ্ব শাসনে পরাজিত হ’লো প্রীতিহীন যোগ্যতা!
অমানিশা রাতে আঘাতে আঘাতে বাড়ে মিছিলের লাশ,
প্রলয়ের মাঝেও নরপশু সাজে, তবু করে বিশ্বাস!


মহাসভা থেকে ছড়ায় হতাশা! অসহায় হয় নি:স্ব;
শেকড় খুঁড়িয়া নির্মূল করে, চেয়ে চেয়ে দেখে বিশ্ব!
রাস্ট্র যেখানে করে সন্ত্রাস, পরাভূত হয় রাজনীতি,
সুখের নিবাস কেড়ে নিয়ে করে আশা ভরসার ইতি!


শরণার্থীর শিবির জুড়িয়া আসিতেছে বুঝি মহামারী!
বাংলাদেশের ব্যথিত হৃদয় দাঁড়িয়েছে পাশে সারি সারি।
মুখের খাবার ভাগ করে খাব, অসহায় জনে করবো দান,
কবি কলমের কালি হ’লো শেষ, রোহিঙ্গার কি বাঁচবে প্রাণ?


আজ দশই মহররম! সৃষ্টির ইতিহাসে দিনটি অনন্য,
নবীদৌহিত্র ইমাম হোসেনকে খুন করে এজিদ হলো ঘৃণ্য!
একুশ শতকে কারবালা হ’লো রাখাইনের প্রান্তর জুড়ে
রোহিঙ্গার খুনে আহাজারী উঠে মুসলমানের শিবিরে!