কেউ অত্যাচারের নাম শুনেই ভয় পায়!
কারো বা অত্যাচার ক্রমান্বয়ে সয়ে যায়,
কেউ আবার অত্যাচার করে মজা পায়!


কেউ সত্য বলার আমরণ প্রয়াস চালায়,
কেউবা সত্য বলতে গিয়েও থমকে যায়!
কেউবা সত্য কথা বলার ইচ্ছাই হারায়!


কেউ নীতিহীন হবার প্রস্তাবে শঙ্কিত হয়;
কেউবা ভাবে একটু হলে কি জাত যায়!
আর কেউ দুর্নীতির কথায় পুলকিত হয়!


কেউ কেউ শোণিত দেখলে ভড়কে যায়!
কেউ খুন ঝরতে দেখে সেবা দিতে চায়,
কেউ খুনের গন্ধে শর্তহীন আনন্দ পায়!


অথচ সবই মানুষ তবে তফাৎ কোথায়?
একই মানুষ তবে ভিন্ন রকম কেন হয়?
স্রষ্টা ছাড়া কে জানে মনটা জানতে চায়।