কালের সাক্ষী হয়ে রয়ে যায় ইতিহাস
কে কার পরিচিতি করে প্রত্যয়ন,
কে কাকে দিয়েছে কবে সেই অধিকার!


আমার কবিতাগুলো ইথারে রয়ে যাবে
কষ্টি পাথরে হবে যাচাই যখন,
সেদিন হবেই হবে এর প্রতিকার।


কত কিছু লেখা যায় কালির ছোঁয়ায়
তার বেশি বলা যায় মুক্ত হাওয়ায়,
যদি কেউ হতে চায় অতি-উৎসাহী।


মানুষের মাঝে যারা বাড়ায় বিভেদ
হতে পারে তার মাঝে আছে কোন ফন্দি,
মানুষেরই খুন দিয়ে কিনে বাদশাহী!


মরার আগেই যার হয়েছে মরণ
তাকে মেরে দাও কেন নতুন জীবন,
ক্ষমা করে হতে পার তুমিও মহান।


এমন নজির ঢের রয়ে গেছে এ ভুবনে
মেধা যার যত বেশি সেই শুধু জানে,
তাদেরই নাম থাকে চির-অম্লান।