ঠিক-বেঠিকের আসল তথ্য জানেন অন্তর্যামী;
কোন বর্ণহীন! মানুক আর নাই বা মানুক,
তাতে কারই বা কি এমন আসে যায়!
আমি তাই করে যাই, তাঁর যা বিধান,
মিছেই আমি স্বপ্ন দেখি, মিছেই সাজি প্রধান!
আজ বা কালের কড়চা মিলাই, নয় যা প্রণিধান।
তোমার হিসাব তোমার কাছে, আমার তাতে কি!
খোশবু খুঁজো প্রিয়ার খোঁপায়, মিছেই আঁকো চিত্র,
স্বপ্ন নিয়ে কাব্য রচো, কেউ নয় আপন-মিত্র!
মনের মাঝে নড়ছে ছবি, কেউ দেখে না চেয়ে,
আপন মনে কথার মালা গাঁথছি, যা যাই গেয়ে!
সুখের নাগাল পায় বা ক’জন, কার কি অভিলাষ!
কেউ জানে না কারো খবর, করে জ্ঞানের চাষ!
আস্ফালন আর দম্ভে মাতাল! শয়তানেরই দাস!
ক্ষাণিক পরেই নিথর দেহ, ফুরিয়ে গেলে শ্বাস!