করোনার উত্তাপে ঝলসে গেছে সাজানো বাগান!
তবু মরেনি বিরক্তিকর উকুন!
আম্ফানে কেড়ে নিয়ে গেছে অসহায়দের সম্পদ!
তবু উঁকি দেয় বেহায়া শকুন!


জীবনের সাথে মরণের কতই না গভীর সম্পর্ক,
তবু দু’টি স্বত্ত্বা বিপরীত মুথী!
হায়! মানুষ জ্ঞান-বিজ্ঞানে কত যে দক্ষ-কুশলী
তবুও কেমনে যে মৃত্যু রুখি!


তবু চাই অঢেল সম্পদে ভরে যাক স্বীয় উঠোন
হোক না ন্যায় কিংবা অন্যায়!
বাধাহীন মুক্তজীবনে করি কত বেহিসেবী উল্লাস
দু’হাতে করি বেহুদা কত ব্যয়!


পরিশেষে, সব ফেলে চলে যাই রিক্ত-শূন্য হাতে
মায়ার বাঁধনে থাকে নারে কেউ!
যে ছিল কাছের, সেও যায় চলে সবাইকে ছেড়ে;
ধরলো যে মা নিজ পেটে, সেও!