ভরা পূর্ণিমার স্নিগ্ধ আলোয়
মুগ্ধ রজনী হাসে জোছনার ঢেউয়ে,
প্রেমিক যুগল ভেজায় বসন
মৃদু সমীরণে অফুরান বিশ্বাসে।
অনন্ত কালের ক্ষুধা নিয়ে ওরা
এসেছে ধরণী তলে,
অঞ্জলী ভরা ভালবাসা দিয়ে
তৃষ্ণা মিটিয়ে নাচে।
কপোত-কপোতী মোহিত নিশীথে
মুক্তোর দানা ছড়ায় হাসিতে,
স্বপ্ন জড়ানো সাগর বেলায়
চক্ষু মুদিয়া বিধাতার কাছে চাহিতেছে মার্জনা,
বিস্ময়ে চাঁদ মুখ টিপে হাসে-
হাসিছে বসুন্ধরা,
লা জবাব সবে প্রকৃতিও মাতে
ক্ষুব্ধ সৈকত ফোঁসে গর্জনে-
তেষ্টাতে কাতরায়!
আনন্দ সীমানা পেরিয়ে বলাকা
পত্ পত্ করে ধায়।
প্রকৃতির সাথে রজনীও আজ
কানে কানে কথা কয়!
লগি মেরে মাঝি
তর্ তর্ করে জীবনের তরী বায়,
তাতানো বদনে প্রশান্তি নামে,
যবে বিদ্যুৎ খেলে যায়!