বিজ্ঞানের প্রতিপক্ষ কারে বলো?
কারে বলো সেকেলে, বরং সেই
বিজ্ঞানের শিকড়, ইতিহাস সাক্ষী।
এটা নিয়ে কারা করে খোঁচাখুঁচি?
বরং ,সত্যকে তারা অমিত্র ভেবে
তালাশ করে পালাবার কানাগলি!
যাদের কাজ নেই, শুধু খৈ ভাজে!
মহাপ্যাঁচ লাগিয়ে, আনন্দে হাসে!
গাঁয় না মানলেও মাতুব্বর সাজে;
যদি, কেউ গেঁজিয়ায় কিছু গুঁজে!
তাই তো লম্ফ দিয়ে অগ্রে আসে!
নিজেকে জ্ঞানী বলে জাহির করে!
নামমাত্র কিছু উচ্ছিষ্টের প্রত্যাশায়
পাতা বিছায়! ভোজন রসিকজনে!