দুঃসময় যখন দুয়ারে দাঁড়িয়ে কড়া নাড়ে
বিপদ তখন পাশে দাঁড়িয়ে মুচকি হাসে!
উথলে উঠে সুপ্ত বেদনা জীবনের মহানদে
আনন্দ তখন পরিণত হয় বিবর্ণ লাশে!


আঁধার জাপটে ধরে স্বপ্নময় অভিযাত্রাকে;
বিশ্বাসের শক্তি হ্রাস পেয়ে শূন্যে ধায়!
হতাশা উঁকি মারে জীবনকে বিষিয়ে দিতে
আলোর ফোয়ারা যেন দেশান্তরিত হয়!


এলোমেলো হয়ে যায় সজ্জিত ঘর যন্ত্রণায়
কাননে ফুটে না ফুল কন্টক বেড়ে যায়!
আগাছা বিড়ম্বনায় বিনোদিত ভ্রমর পালায়
অনিন্দ্য বীজন অলক্ষ্যে প্রসন্নতা হারায়!


নীরব হয় কলরব, তিক্ত পীড়ন করে গ্রাস
অনুপম সুন্দর সুখানুভুতিরা ব্যথিত হয়,
তবুও পথ চলি, তবুও কষ্ট মেনে নিতে হয়
তবুও সেজদা করি স্রষ্টাকে কুড়াতে জয়।