ওই দূরে সাগর সৈকতে
বিরহী এক নিঃসঙ্গ একা!
হৃদয় ভরা দুঃখ নিয়ে
তাকিয়ে আছে পড়ন্ত সূর্যের দিকে;
গোধূলির রঙ ছড়িয়ে দেয়
বেদনার করুন ছায়া সমস্ত দেহে।
ফেলে আসা স্বপ্ন গুলো বুঝি
সাগরের ঢেউয়ে ঢেউয়ে
ক্রমশঃ দূর থেকে দূরে সরে যায়
দিগন্ত রেখাকে স্পর্শ করে,
হারিয়ে যায় অনন্ত সিঁড়ি বেয়ে।
তবে কি এমনি করেই
ভালবাসার পালক গুলো ঝরে যাবে
সোনালী পায়রার হৃদয় ছিঁড়ে!
আমিও হারিয়ে যাব একদিন
এমনি করে অজানা প্রহরে
সমস্ত ভালবাসাটুকু নিঙরে ফেলে
মহাকালের পথে, মাটির দুয়ার খুলে।