ভীষণ লজ্জিত হলেন রাসুল আমার আবারো ফিরে যেতে
মাত্র পাঁচ ওয়াক্ত সালাত ও কষ্টকর হবে উম্মতের তরে!
একি আমার উম্মতের উপর আল্লাহ্তা’লার অনুগ্রহ নয়?
কোন মুখ নিয়ে যাব বলো আমি আল্লাহ্’র কাছে ফিরে?


ঠিক সে সময় ভেসে আসে স্বয়ং আল্লাহ্তা’লার কন্ঠস্বর
তিনি ঘোষনা দেন, “আমার ফরজ প্রতিষ্ঠিত হয়ে গেল,
আমি আমার বান্দাদের ইবাদত করা সহজ করে দিলাম।”
সালাত পাঁচ ওয়াক্ত হলেও প্রতিদান কিন্তু পঞ্চাশের রইল।


সুবহানাল্লাহ্! কিন্তু, আল্লাহ্ নামাজ ফরজ করলেন কেন!
কারণ, আমাদের সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহ্’র ইবাদত করা।
সরাসরি পাঁচ ওয়াক্ত নামাজের ফয়সালা দিলেন না কেন?
আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার এটাও একটা ধারা।


আল্লাহ্ অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সব কিছুই জানেন;
পঞ্চাশ ওয়াক্ত ফরজ হলে সারাদিন নামাজই পড়তে হতো।
তাই, ওয়াক্ত কমিয়ে পুরস্কার বাড়িয়ে দিলেন অনেক গুনে
যেন কৃতজ্ঞতা সহকারে আমরা সবাই ইবাদতে থাকি রত।


চলবে-----