নবী ইব্রাহিম শেষ নবীকে আরো বলেন;
জান্নাতের মাটি খুব উর্বর ও কল্যাণময়।
সোবহানআল্লাহ্, আলহামদুলিল্লাহ্, লাইলাহা-
ইল্লাল্লাহ্, আল্লাহু আকবর বললেই গাছ হয়।


এলেন মালিক নামক জাহান্নামের মূলরক্ষী!
ফেরেস্তা হলেও বড়ই গম্ভীর ছিলেন তিনি;
জন্মের পর থেকে যিনি কখনও হাসেননি
কোন দিনই তিনি খুশিও প্রকাশ করেননি!


সাক্ষাৎ শেষে গেলেন  সপ্তমতম আসমানে
যেখানে রয়েছে “সিদরাতুল মুনতাহা বৃক্ষ”,
এখান থেকে একা যাবেন আল্লাহ্’র দিদারে,  
এবং এটাই ছিল নবীজী’র প্রধানতম লক্ষ্য।


এ সেই সিদরাতুল মুনতাহা বৃক্ষ; যার পর
আল্লাহ্’র আর কোন সৃষ্টি দেয় নাই পাড়ি!
নবীজী বলেন,“এ গাছের এমনই রং, আগে
যা দেখিনি, রংধনু’র বাইরে ভিন্ন রংধারী!”


বর্ণনাতীত রং! যা অবিরত পরিবর্তনশীল!
যাকে ঘিরে ছিল নানারকম বস্তুর অবস্থান,
যার মাঝে অগনিত ক্ষুদ্র সোনালি প্রজাপতি!
এ এমনই এক দৃশ্য, যা দেখে জুড়ায় প্রাণ!


চলবে------


(শাইখ ডঃ ইয়াসির ক্কাদির সাহেবের বক্তব্য অবলম্বনে।)