আল্লাহ্তা’লার সাথে রসুল (সাঃ)’র তখন দেখা হয়,
দেখা হয়েছিল নবী-রাসুল ও বিশিষ্ট ফেরেস্তোর সাথে;
সিদরাতুল মুনতাহা দর্শন সহ ঘটেছিল কতশত ঘটনা
যা থেকে পারি আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে।


ঘটনাপূর্ণ-বিস্ময়কর মেরাজ’র গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে
রাসুল(সাঃ)এর নাকে একটি মনোমুগ্ধকর সুঘ্রাণ এলো,
তিনি প্রশ্ন করেন ফেরেস্তার কাছে, এটা কিসের সুঘ্রাণ?
উত্তর শুনে দরদী নবীর হৃদয়টা হয়ে গেল এলোমেলো!


এ সুবাস আসছে সেই মহিলা ও তার পরিবার থেকে
যে পুণ্য মহিলা ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিতো,
সে ছিল আল্লাহ্’র উপর আস্থাশীল একজন শুদ্ধ নারী;
যার ইসলাম একদিন প্রকাশ পেয়ে করে দিল সুবাসিত।


তখন ফেরাউন তার উপর অধিকতর ক্ষুব্ধ হয়ে বলে,
জনসম্মুখে তুমি আমাকে ‘রব’ বলে স্বীকার করে নাও,
অন্যথায় তুমিসহ পুরো পরিবারকে জ্যান্ত পুড়ানো হবে।
প্রফুল্ল মহিলা বলেন, তবে তাই হোক, যদি শান্তি পাও।


অতঃপর চলে আয়োজন! একটা বিরাট কড়াইতে ফুটন্ত
তেলের ভিতরে একে একে সবাইকে পুড়িয়ে মারা হলো!
এমনকি, তার কোলের শিশুকেও সেই কড়াইয়ের ফুটন্ত
তেলে ছুঁড়ে ফেললো, অবশেষে তাকেও পুড়িয়ে মারলো!


চলবে----