নিজে নিজে কে হয়েছে কোন্ কালে মহামানব?
ঈর্ষা থেকে অপবাদ দিলেই কি কেউ ছোট হয়?
আপনাকে বড় বুঝাতে অপরকে করো না ছোট;
তাতে আখেরে ছোটই হবে, পাবে না কিন্তু জয়!


নিজেকে বড় ভাবো! আসলে কি তুমি খুব বড়?
কোথায় তোমার দাম, কে তোমায় করে স্মরণ?
ফিরতে হবে সেই সেখানে, যেখানে হিসাব হবে-
যেখানে মহানস্রষ্টা করবেন মূল্যায়ন হ’লে মরণ।


আকাশ আর পাতাল অনেক ফারাক বুঝতে হবে,
নইলে ঝুলে রবে অবশেষে মহাশূন্যে অনন্তকাল!
হিংস্রতায় রক্ত ঝরানো যায়! ছড়ানো যায় ভীতি;
যতই করো ষড়যন্ত্র! যতই চালো কুতসিত চাল!


যদি তুমি ভাবো, তুমিই শ্রেষ্ঠ! তবে প্রমাণ দাও;
চাপার জোরে হয় না সব কিছু, কিছুটা বাকি রয়,
ক্ষমার গুণেই শ্রেষ্ঠ ভবে যিনি, তিনিই তো মহান।
কুৎসা রটিয়ে ঘৃণ্য হবেই, কিন্তু তাঁর হবেনা ক্ষয়।