জীবনের পাতায় পাতায়, স্মৃতিরা জমে থাকে থরে থরে;
সুখ-দুঃখ ছড়িয়ে থাকে, জীবনের বাঁকে বাঁকে অগোচরে,
জন্ম থেকে শুরু করে, স্বপ্ন এসে উঁকি মারে, জীবন ভরে,
মায়ার জালে জড়িয়ে আছি, হয়তো মুক্তি পাব, শেষ প্রহরে।


ভাল লাগে চন্দ্র-তারা, এই প্রকৃতি, যা ভাসে নয়ন জুড়ে,
ভাল লাগে গাঁয়ের পথে, যা দেখি শ্যামলা চোখে, ঘুরে ঘুরে,
পাহাড়ের ঝর্ণা ধারায়, জোছনা নাচে, সুমধুর বাঁশির সুরে;
নদীর ঢেউয়ে পাল তোলা নাও, চলে যায় দূর থেকে ওই দুরে।


আকাশের তলদেশে সূ্র্য হাসে, বাতাস ডেকে দোস্তি করে;
কখনও জমাট বাঁধে, কালো কালো মেঘের পালে, বৃষ্টি ঝরে।
তরুণীর পাগল করা স্বপ্নছোঁয়া মন পাখি আর রয় না ঘরে
বিরহে কাতর প্রেমীর উদাস চোখে, আবেগীর স্বপ্ন মরে!


মোহনায় জোয়ার আসে, হৃদয় নাচে, ভালবেসে প্রেয়সীরে;
বার্তা আসে তরঙ্গে ভেসে, উর্বশী বাসর গড়ে হৃদ গভীরে,
ঊর্মিলা বয় মনের মাঝে মন হারিয়ে, উদাসী বাঁশির সুরে;
কোকিল এসে ডাক দিয়ে যায়, মন নিয়ে যায় অচিনপুরে।