পরবাসে এসে আমি
খুঁজি সুখের ঠিকানা,
কেউ নয়রে আপন ভবে
যারে দেখি অচেনা!


বাবা গেল অচিন দেশে
মা ও কাছে রইলো না,
ভাই বোনেরাও দেয়াল তুলে
আড়াল করলো আঙিনা!


মায়ার বাঁধন ছিন্ন করে
প্রাণ সখি দেয় বেদনা,
সন্তানাদী ছেড়ে যাব
এই পাথারে রবো না!


পাড়া-পড়শি ঠুনকো আর্শি
কেউ তো মনে রাখে না,
দুই দিনের এই খেলা ঘরে
কাউকে আপন ভেবো না।


ভাবলে আপন লাগবে মায়া
মিথ্যে মোহ করবে গ্রাস,
যতই ভালবাসবে ধরা
ওপার হবে সর্বনাশ!