তারাই কি তবে, বেশি সেয়ানা এই ভবে!
যারা ভাবে, সময় নিমজ্জিত অচলায়তনে!
সময় স্থবির হলে থেমে যেত তরঙ্গ প্রবাহ।
তাদেরই ভাবনা হোঁচট খায় জোরেশোরে!
ইতিহাস সে কথাই জানিয়ে দেয় জনপদে।
সময় থাকতেই সময়কে সমীহ করতে হয়;
নইলে পারাজয় এসে গ্রাস করে অগোচরে!
তখনি শুধু বুঝে, সময় ক্লিষ্ট বড়-অনড় নয়।


অপমান-অবহেলা আর অবজ্ঞার যাতনায়
বিদ্রোহ করে বসে ক্ষুব্ধ কোন কোন সময়!
তখনই, মৃত্যুর ভয়ও রুখে দিতে ব্যর্থ হয়,
জুলুমের বুঝি কোন সীমানা থাকতে নেই!
মজলুম যদি একবার কখনো রুখে দাঁড়ায়,
স্রোতের মুখে যেমন, টিকে না পোক্ত বাঁধ,
তেমনই চূর্ণ করে জালিমের স্বর্গ! স্বপ্নসাধ।
মিটিয়েও দেয় বিগত হিসাব পাতিয়া ফাঁদ!