একটি মরুর ফুল অন্তরে ছড়িয়ে দিল সুঘ্রাণ;
একটু হেরার জ্যোতি, দূর করে আঁধারী রাত।
অন্ধ জনে আলোকিত হলে, সেটা কার দান?
একটি মরুর ফুল অন্তরে ছড়িয়ে দিল সুঘ্রাণ;
এভাবেই ছড়িয়ে পড়ে বিশ্বময় ভ্রাতৃত্বের টান।
অথচ, এখনো মেতে আছি নিয়ে জাত-পাত!
একটি মরুর ফুল অন্তরে ছড়িয়ে দিল সুঘ্রাণ;
একটু হেরার জ্যোতি, দূর করে আঁধারী রাত।