অনিশ্চিত যাত্রায় আমি হাঁপিয়ে উঠি বারবার!
তোমায় ভালোবাসি বলেই হৃদয় কেঁপে উঠে-
কেঁপে উঠে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ!
হে আমার জননী-তোমাকে ঘিরেই দেখি স্বপ্ন।
অথচ দুষ্টচক্রের কশাঘাতে ঘটে যায় বিপর্যয়!
আমি কষ্ট পাই অভিশপ্ত দুর্জনদের ভ্রষ্টাচারে!
কারো কারো আবিলতা কেড়ে নেয় অধিকার;
প্রশ্নবিদ্ধ হয়ে যায় ন্যায্যতা-অশুভ ব্যতিচারে!
বিকৃত চিন্তার সাথে যোগ হয় যদি স্বার্থপরতা।
বৈরীচক্রের রক্তচক্ষুরে উপেক্ষা করবে কারা?
ক্ষয়ে গেছে দেশপ্রেম! অবক্ষয়ের আগ্রাসনে!
নৈতিক শক্তির দুর্ভিক্ষে, মানবতা হবে বিদ্ধস্ত!
তখনও কি স্বাধীনতার স্বাদ পাবে পীড়িতজন!
হোঁচট খাবে হৃদ লালিত মুক্তির আজন্ম সাধ!