ছুটছে লাগামহীন পাগলা ঘোড়া আকাশ ফুঁড়ে!
শক্তিপরীক্ষায় নেমেছে কিছু রক্ত খেকো মানুষ!
অথচ, বিশ্বমানবতা গুনছে পতনের তিক্ত ক্ষণ!
বারুদের পাগলা ঘোড়া ভেংচি কাটে মোড়লকে,
মানছে না আর কেউ কাউকেই! পুড়ছে কানন!


ফুঁসে উঠছে উত্তাল তরঙ্গ বদলে গেছে জলবায়ু;
ছড়িয়ে পড়ছে চতুর্দিক মুক্তির-বিপ্লবের স্ফুলিঙ্গ!
দুর্বলের উপর সবলের চলবে আর কত পীড়ন?
সময় সমাগত প্রায়, জাগো-জেগে উঠো পুনর্বার;
দাবানল হয়ে জালিয়ে দাও জালিমের কেল্লাকে!


ক্ষমতার অহম বিশ্বকে করেছে হুমকির সম্মুখীন!
পতনের মুখে অসভ্য-সভ্যতা এখন গুনছে প্রহর;
মানুষের প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হবে অতি সত্তর,
আলামত এসেছে প্রকাশ্যে, দিবালোকের মতন।