আবার ও এসেছে ডাক, মুক্তির মিছিলে
কে কে তোরা যাবি চল্ শহীদের কফিনে!
দেশ-জাতি ভুলে কত মজে রয় আফিনে!
কান পেতে শোন্ ঐ ডেকে যায় মোমিনে।


ঐ কালো মেঘে দেখ ঢেকে গেছে নীলাকাশ
বারুদের গন্ধে বিশ্বের পচে গেছে সুবাতাস!
তৃণমূল এখন করছে  গর্জন, সঙ্গে দুর্বাঘাস,
ভীতুরা গর্তে ঢুকে খোঁজে নিরাপদ আবাস!


বড় বড় আশা নিয়ে বসে থাক প্রাসাদে;
বতায়নে চেয়ে দেখ, শহীদের মা কাঁদে!
আশ্বাস তো দিয়েছিলে, সুখে রবো সকলে
জমিন আজ ভরে গেছে বিস্বাদী মাকালে!


কোথায় সেই তেজ! কারা হলো জমিদার!
নিপীড়নে প্রজা কাঁদে, কাঁদে মন বিধাতার!
দেশ কার জমিদারী? নেই কেন সুবিচার?
নদী হ’লো মরুভূমি! দেশ পুড়ে ছারখার!


এখনো আয়েশ করো! হতে চাও যাযাবর?
আর কত কষা-কষি! শেষ করো দরবার;
শিথানে খড়গ ঝোলে, ঝোলে ঐ তলোয়ার!
সবই তো হয়েছে শেষ, বাকি নেই হারাবার!