দুষিত বাতাসে করি সদাই সন্তরণ
নিঃশ্বাসে ত্যাগ করি বিষ!
হায়েনার থাবা নিয়ে ঘুরি জনপদে
কখন কে বলে উঠে ইশ্!


এখানে এখন কোন স্বপ্নাবেশ নেই!
ভালোবাসায় ধরেছে পচন!
সাথে আরো জুটেছে ক্ষুধার যাতনা
তাইতো কঠিন হয় জীবন!


মরণের এই রূপ, দেখি নাই আগে
কল্পনাও মেনেছে পরাজয়!
ভীষণ ভীতির মাঝে করি বসবাস
করোনা বড় বেশি নির্দয়!


চারিদিকে থমথমে-অসহ্য নীরবতা
চোখে-মুখে অসহায় ভাব!
কেউ কেউ নির্লিপ্ত! আবার কেউ
ভাবে, বুঝি করেছি পাপ!


সত্যবিমুখ সীমানায় ছড়ায় গুজব!
সহজেই হয়ে যাই বিভ্রান্ত!
একটি সুস্থ প্রাতের অপেক্ষায় আছি
আতঙ্কিত মানব হয়ে শ্রান্ত!