স্বপ্ন দেখে সব, মুক্ত হতে-
পারছে বলো কয়জনা,
ডেকে ডেকে বলে বধ্যভূমি
দেখছো না কি যন্ত্রণা!


মুক্তি যখন অসম্ভব ভাবো
তখনো মৃত্যু বাস্তবিক,
তাই সেই কাজ করা ভালো
যা যা করা মানবিক।
    
বার বার মরা বেশি কষ্টের
একবার মরাই ভালো;
সংগ্রাম কর সত্যতার তরে
ছড়াক জমিনে আলো।


মিথ্যা মাড়িয়ে সত্যকে ধরো
তবেই আসবে সুসংবাদ,
দেশপ্রেমটা হয় যদি নিখাদ
তবেই থামবে আর্তনাদ।


তাই, সবাই করে অঙ্গীকার;
অপনীত করো অসত্য,,
সত্য আসুক সারা বিশ্বজুড়ে-
শান্তি পাক এই মর্ত্য।