বিশ্বনবী মুস্তাফা মোহাম্মাদ রাসুল(সাঃ)
আল্লাহ্তা’লার বন্ধু তিনি; সৃষ্টি কুলের মূল,
আল-কোরআনের বাণী নিয়ে এলেন দুনিয়ায়
আপাতত শুয়ে আছেন সোনার মদিনায়।


দীন-দুনিয়ার বাদশা তিনি, তিনি চির অম্লান
বিশ্ব সেরা মানব তিনি রেখে গেছেন প্রমাণ,
অন্ধকারে আলোর শিখা; নেই তুলনা তাঁর
সেই আলোতে চলতে হবে, তবেই পাব পার।


এই দুনিয়ার সুখের সাথে ছিল না তাঁর সন্ধি
খোদার দেয়া নিয়ম-নীতির তিনি ছিলেন বন্দী,
আয়েশ কিংবা ভোগ-বিলাসে ছিল না তাঁর ধ্যান,
একাল-সেকাল সর্বকালের অনেক ছিল জ্ঞান।


সেই মানুষের তরে যাহার অন্তরে নেই প্রেম
তাঁর তরে যার মন কাঁদে না, সেকি খাঁটি হেম?
কেমন করে হবে সে তাঁর চিরকালের সাথী-
যতই থাকুক শিক্ষা-দীক্ষা হোক না মহারথী।


প্রভূর কথায় ফেরেস্তারা চলতেন আগে পিছে
সঠিক পথের দিশা ছিল শুধুই তাঁহার কাছে,
তাঁহার কাছে ছল্ ছিল না; ছিল সত্য বাণী
মুক্তি পাব তাঁর অছিলায়, রবকে যদি মানি।