সমস্ত কষ্টগুলো সহ্য করার ধৈর্য যদি দাও;
হয় তো, দুঃসাহসী হয়ে উঠবো আরেকবার
গিরিশৃঙ্গ পেরিয়ে যাবো মহাসত্যের সন্ধানে,
লক্ষ্য পূরণের আনন্দে ছড়িয়ে দিব সৌরভ।
আমি প্রতীক্ষায় আছি সেই কাঙ্খিত ক্ষণের।
হে রাজাধিরাজ! চাই শুধু তোমার আশীর্বাদ।
আমার আস্থাস্থাপনকে গ্রহণ করে নাও তুমি
ভুবনমোহিনী-স্নিগ্ধ, আলোর ফোয়ারা বলে।


কলুষিত নয়! চাই আমি পবিত্রতম নিঃশ্বাস;
পেতে চাই তোমার, সামান্য প্রেমের নির্যাস।
হয় তো ডিঙ্গাতে পারবো ধ্বান্তের করিডোর,
তবেই পৌঁছাবো আলোর পথ বেয়ে মঞ্জিলে,
পাই যদি তোমার অফুরন্ত করুণা-আশীর্বাদ,
নিশ্চয়ই পৌঁছে যাবো মহা মুক্তির আঙ্গিনায়।