আজ তেমনই একজন অভিভাবকের
সামনে চলে আসা এতটাই জরুরী,
যার সান্ত্বনার মন্ত্রণা যন্ত্রণার উপশম করতে,
বিজয়ের আনন্দকে ভাগ করে দিতে,
সত্য ও যুক্তিকে প্রতিহিংসার স্থলে প্রতিস্থাপণ করার
মহান দায়িত্ব পালনে অগ্রণী হবে।


সততা ও সৎ সাহস দিয়ে মানুষকে মানুষের মত
জীবন ধারণের সুযোগ সৃষ্টি করে দিতে
নতুন ইতিহাস সৃষ্টির দৃষ্টান্ত স্থাপন করবে।


সভ্যতার দীর্ঘ পথ পরিক্রমায় ইতিহাসের বাঁকে বাঁকে
নায়ক, মহা-নায়কদের আগমনে, উত্থানে
সমৃদ্ধ হয়েছে দর্শন, রাজনীতি ও মুক্তির পথ।


আবার তেমনি ইতিহাসের পাতাকে
কলুষিত করার তরে, বিষাক্ত জীবানু ছড়ানোর
দায় নিয়ে, কেউ বা সভ্যতার চাকাকে পিছনে
ঠেলে দিয়ে মানবতার শত্রু হিসেবে চিহ্নিত হয়ে আছে!


সভ্যতার স্বার্থেই আগামী সকালগুলোকে
সুপ্রভাতের নিষ্পাপ শিশির বিন্দু দিয়ে শুদ্ধিস্নাত করে,
নতুন অরুনোদয়ের পথকে সুপ্রশস্ত করার তরে,
জঞ্জাল মাড়িয়ে আত্মশুদ্ধির নতুন তথ্য-উপাত্ত নিয়ে
ইতিহাসকে নতুন বাঁকের সন্ধান দেবার
তেমন কেউই কি নেই এ জনপদে?
তবেই হতো মহা-নায়কের সঠিক মূল্যায়ন।