দুঃখ জয়ের সৎসাহস যার নেই
সেই তো তারুণ্যের অভিশাপ!
জীবন যুদ্ধে পরাজিত সৈনিক,
যেন অনাবাদী এক খন্ড পতিত জমিন!
এখন যৌবন যার,
সে কেন নীল আঁচলের ছায়?


ওঠ! কোমর শক্ত করে বিষাক্ত সাগর  
ডিঙিয়ে এসো মুক্তির মোহনায়,
যৌবনের জয়গানে যেথা হিমালয় হেরে যায়!
যেখানে জীবন বড় আনন্দময়!
তোমার কাছে বসুধার প্রত্যাশা ঢের,
তুমিও তো অগনিত তরুণের মত;
যারা স্বপ্নের মালা গেঁথে জীবন সাজায়!


নেশার ছোঁয়ায় কেন তুমি হবে ম্রিয়মাণ?
আসক্তির নীলাচলের হিম শীতল ছায়া
তোমাকে নিয়ে যাবে বিবর্ণ ঠিকানায়,
যেখানে বিরহ গেয়ে যায় বিচ্ছেদের গান,
যেখানে ভালবাসা হেরে যায়,
সুখের আকুতি যেথা পড়ে পড়ে মার খায়!


হে তরুণ, হে যুবক এসো নব উদ্যোমে
নতুন সূর্যকে স্বাগত জানাবার উদ্দীপ্ত আকাঙ্খায়।