কোথায় তোমার অবস্থান?
বামের সারিটা তো খাদের কিনারে!
ফিরে এসো বিশ্বাসী নিজেদের স্থানে।
তোমার পথতো কালো নয় আলোর।
অন্ধকার ত্যাজী এসো আলোর পথে।


সময় আর বেশি নেই!
ডান হাত তুলে ধরো আরশের দিকে;
তোমাদেরকে দিয়েছেন আল্লাহ্ দু’চোখ,
আর আছে তোমাদের মাঝে অন্তর্লোক-
যার দ্বারা দেখে নাও জ্যোতির ঝলক।


কলমের সৃষ্টি সর্বাগ্রে।
তাকেই আঁকড়ে ধরো বজ্রকঠিন হাতে
এঁকে যাও নিরন্তর সত্যপথের মানচিত্র;
আলেয়ার এক চোখ তো তোমার নয়-
তুমি আজওয়া কাননের মনিবের মিত্র।


চাকচিক্য কর পরিহার।
গীতবাদ্যে খুঁজো জীবনের নান্দনিকতা?
সময় থাকতে সত্যকে আগে চিনে নাও,
তবেই পাবে পুরস্কার আলোর ফোয়ারা;
যেখানে অনন্ত প্রেম দিবে শান্তির ছায়া।