আমি জীবনানন্দ খুঁজি সবুজের প্রাচুর্যে
শ্রান্তি ভুলে যাই হিমেল হাওয়ায়,
আমি কবিতার মাঝে খুঁজি হৃদয়ের ছন্দ
স্বপ্নের মালা গাঁথি স্নিগ্ধ জোছনায়।


আমি মায়ের আঁচলে খুঁজি মমতার সুঘ্রাণ
গাঁয়ের শিশিরে পাই স্রষ্টার অনুদান,
আমি শীতের সকালে ভাসি মিষ্টি রোদ্দুরে
শুনি সোহাগী পাখিদের সুরেলা গান।


আমি নিশিথে কথা বলি জোনাকির সাথে
স্রোতস্বীনি নদী করে মিহি কলতান,
আমি অনন্ত সুখের তরে চাই স্রষ্টার দয়া
সুবহে সাদেকে শুনি মধুর আযান।


আমি আমের বাগানে খুঁজি দুরন্ত কৈশোর
বৈকালী আভা মাখি সমস্ত গায়,
আমি ফসলের মাঠে দেখি সোনালি ধান
আলপথে চলে বধু রঞ্জিত পায়।


আমি রাখালী বাঁশির সুরে হারাই দিগন্তে
ফিরে পাই ভালোবাসা তরুলতায়,
আমি সুশীতল বনানীর প্রশান্ত ছায়ানীড়ে
মুগ্ধতা নিয়ে হাসি প্রিয়ার ছোঁয়ায়।