এখন কেউ আর চায় না কারো পদধূলি!
চায় না দো’য়া, আশীর্বাদ কিংবা পড়ে না ঠুলি!
মানুষের জীবন নিয়ে খেলে বড় বড় খেলোয়ার!
তাদেরই জোটে সবচেয়ে বেশি ফলোয়ার!
হাল ফ্যাশনের জীবন নিয়ে কেউ বিব্রতও নয়!
সমস্ত শরমকে বাক্সবন্দী রেখে স্বপ্ন দেখে যায়!
ভালোবাসার কত বিচিত্র রূপ, হৃদয় করে জয়!
পার্থিব জীবন ছাড়া অন্য কিছু যেন ভাবার বিষয়ই নয়!
দুঃখ যেন নষ্ট ভাবনারই অবৈধ সন্তান!
সুখের তরে সবই জায়েজ ভেবে শয়তানকে করে আত্মদান!
কলমও এখন আর ততোটা বলবান নয়,
যতটা শঠতার মন্ত্র করে বিশ্বকে জয়!
তাইতো হেরে যায় মূল্যবোধ সর্বস্তরে, হয় না বোধোদয়!
অতলে নিমজ্জিত হয় সুস্থ জীবন, বিজয়ী হয় অবক্ষয়!