গন্তব্য দ্ব্যর্থ হলে অতীত কি মরীচিকা ছিল?
পার্থিব লোভ-মোহ নিজের অজান্তে পড়িয়ে  
দেয় যুগ-যুগান্তরের অস্পৃহ দাসত্বের শৃঙ্খল!
অথচ, অনুগামী ছিল সরল বিশ্বাসে তেজস্বী;
তাদেরই ত্যাগে অর্জন করে ওরা অধিরাজ্য!
স্বপ্ন দেখে অমরত্মের! মর্ত্যে গড়ে কৃত্তিমস্বর্গ!


দ্বীনের হিসাবকে আলগোছে দূরে ঠেলে করে
নিন্দিত প্রভুর বেশুমার উপাসনা রাত্রিদিন!
খর্ব করে নির্ভয়ে প্রাপকের ন্যায্য অধিকার!
থাকে না তাদের মাঝে শরমের অবশেষ!
অথচ, আত্মসম্মান যদি স্রষ্টার পবিত্র রঙে
রঞ্জিত হয়, তবে তা কখনো অহঙ্কার নয়।


স্বপ্ন অলীক হলে জন্ম দেয় বড় বেশি যন্ত্রণার!
পরপারে নিঃশেষণ করে প্রতিফল-অনন্তকাল!