ওরা তখন ব্যস্ত ভীষণ, ফ্যামিলীট্যুর নিয়ে!
ফেসবুক জুড়ে বিবৃতি দেয় এসে না হয় গিয়ে!
বিশাল বিশাল সার্কেল গড়ে, নেই সেখানে কে!
প্রশাসনের নানান কর্তা নিয়োগ দেয় সেখানে।
কেউ বা আবার মিশন ঘুরে খাটায় বড় পুঁজি!
আহা! বাড়তে থাকে রাতবিরাতে লোভনীয় রুজি!
আপনজনের ভিড়ে ঠাসা, কেউ বা খ্যালে পাশা!
বাড়তি কামাই ফূর্তি যোগায়, একটু করে নেশা!
পকেট ভর্তি পসরা তাদের, পাহাড়া দেয় কাজী!
ভয়ের চোটে বলে না কেউ, পাপিষ্ঠদের পাজি!
শ্মশ্রুময় চেহারা-সুরত! তসবিও হাতে ধরা!
মসজিদে দাঁড়িয়ে দেখায়! ঈমান হৃদয় ভরা!
আপন ভাইও লাশ হয়ে যায় করলে প্রতিবাদ!
মরার পরে ঠিকানা হয়, নদী না হয় খাদ!