আর কত! এবার থাম!
পৃথিবীর আয়ু হোল শেষ,
অথচ তোদের নেই হুঁশ!
খা! আর কত খাবি ভূমি!
বন্যা, ভূমিকম্প, দাবানল!
খেতে থাক আগ্নেয়গিরি!
জমিনে ধরেছে ফাটল!
আকাশে ঝলসে উঠেছে
বিদ্যুতের ভয়াল চমক!
বজ্রপাতের হুঙ্কার, গর্জনে
তবু খাস প্রকাশ্যে ঘুষ!
ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল
নিঃসঙ্কোচে ফেরি করিস!
তোর আর থামাথামি নেই!
কত খাবি, সর্বভুক প্রাণীর মত?
খেয়ে নে জীবনের সাধ মিটিয়ে,
আর যদি সময় না পাস-
ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই অবনীতে!