কখনো কখনো অনেক বেশি জটিল
হয়ে উঠে মিমাংসিত বিষয়সমুহ!
ফলে সম্প্রসারিত হয় জিঘাংসা!
বেদনার ইতিহাসকে মানতে কষ্ট হয়
অশোভন স্বার্থের নির্মম সংঘাতে!
প্রায়শই চলে যাই কল্পলোকের আঁধারে!
যেখানে বাস্তবতার সমাধি রচিত হয়!
সত্য হয় জনপদে অনাদরে-উপেক্ষিত!
শঙ্কা জাগে ইতিহাস বিকৃত হবার!
তবু সময়ের সাথে হেরফের হয় জ্ঞানের!
বোধ যদি বধ হয় বিদ্বেষের আক্রোশে!
জন্ম নেয় নতুন শঙ্কট বৈধ সমীরে!
তবে, ইতিহাস অপেক্ষায় থাকে নীরবে
আগামী দিনের সুপ্রভাতের সাক্ষী হয়ে।