কুলু কুলু নদীর জলে ছোট ছোট ঢেউ তুলে
চলে যায় সমুদ্রের মোহনায় আপনার ছন্দে;
ছুঁয়ে যায় যাবার বেলায় পর্বতের পাদদেশ।
সবুজ বৃক্ষরাজির মায়ায় নাচে সুদূরে গগন।
শ্রান্ত পাখিরা ফেরার ক্ষণে নিয়ত ছুঁয়ে যায়
হালকা করে, ছায়াঘেরা এমন বিজন ভুবন।
ছুঁয়ে যায়, সবুজ গিরিজুড়ে গড়ে উঠা গ্রাম।
লগ্ন বয়ে যায় শোভিত দুনিয়ায় অনন্যতায়।


মেঘের ভেলায় চেপে ভেসে আসে বৃষ্টিধারা;
ভিজিয়ে দিয়ে যায় নন্দগাঁও সুরের মূর্ছনায়।
সবুজ সাথীর সবুজাভ অঙ্গনে খুশির প্লাবনে
মুখরিত হয়ে উঠে সজ্জিত রঙ্গপ্রিয় গুচ্ছগ্রাম।
ওখানে যেন কোন ব্যথার নির্মম ছোঁয়া নেই;
আছে নিসর্গের ছায়ায় বেড়ে উঠা ভালবাসা।