আকাশের সাথে আমি করেছি মিতালী
তারাদের কাছে আমি শুনেছি গীতালী,
রংধনু হাসে যখন মনের গভীরে
অভিসারী ডেকে যায় রঙ্গিলা আবিরে।
পাহাড়ের চুড়া থেকে মেঘের ইশারা,
কাছে টেনে নিতে চায় সৈকতী অপ্সরা!
বেলোয়ারি চুড়ি পরে নিসর্গ সেজেছে
হৃদয় মাঝে রংতুলি, আল্পনা এঁকেছে।


কিযে করি ভেবে মরি, ভরেছি অঞ্জলী
কাননের ফুলে ফুলে ভ্রমরে গুঞ্জরী!
প্রেমপ্রীতি, ভালবাসা, আবেগ সঞ্চারী,
চাঁদনীর দেহে ফুটে সোহাগী মঞ্জুরী!  
এমনই কাব্য রসে মেতেছে অবনী
সাথে নাচে রিনিঝিনি, উতলা শ্রাবণী!