নিঃসঙ্গ জীবনের বিদ্রূপ নিষ্প্রভ করে হায়!
তবু সুখসন্ধানে করি কত সময়ের অপচয়!
হৃদয়ে পুঞ্জীভূত বেদনা যখন কাব্যময় হয়,
তখন মনের অজান্তেই দুঃখরা আবার যেন
যন্ত্রণার আতুরঘরের মত সক্রিয় হয়ে যায়!
আসলে, পৃথিবী একটা অশান্তির কারাগার!
যখন যেখানে থাকি, সেখানেই শান্তি খুঁজি!
কিন্তু কেবলই চোখে পড়ে অশান্তি চারিধার!
বিরহ মনকে আচ্ছন্ন করলে জমে অভিমান!
অনন্যোপায় মানুষ তখন স্বপ্নহীন হয়ে যায়,
একটু একটু করে বেদনাও ভীষণ গাঢ় হয়!
পুঞ্জীভূত বেদনা ক্রমেই আক্ষেপে রূপ নেয়,
হতাশার ইশারায় হৃদে তখন জাগে সংশয়!
বিরহীর জীবন এক অসম্পূর্ণ কাব্য বিলাস!