এ এক অভাবিত বিস্ময়!
কেউই চিরদিন থাকে না রঙ্গমঞ্চে
রঙের ফানুস হয়ে মজমা জমাতে!
সবাই চলে যায়, চলে যেতে হয়
নিঃস্ব-রিক্ত-শূন্য হাতে!


দার্শনিক হওয়া জরুরী নয়;
স্রষ্টাকে বিশ্বাস করলে উত্তর মিলে,
আর কেউ কি ক্ষমতা রাখে এমন
সব জটিল প্রশ্নের সমাধান দেবার!
চারু’রা বিশ্বাস করে স্রষ্টাকে।


নগণ্য মানুষ কত অসহায়!
ওরা বিপন্ন ক্ষণের তুচ্ছ ক্রিড়নক!
ভুল করে আর মাশুল গুনে সর্বদা;
কেউ এড়িয়ে যায় কেউ চায় ক্ষমা।
সুস্থরাই চায় অবিরত কৃপা।


কুহকী জমিন বড় ক্ষণস্থায়ী!
রহস্যের আধার হয়ে ছড়ায় কুহেলী!
অনন্ত প্রশান্তি এখানে দেয় না ধরা!
শুধুই হাতছানী দেয় মরীচিকা হয়ে!
আলোর ঝর্ণায় মিলবে মুক্তি।