মরু পথে হেঁটে চলে উদাস পথিক,
সত্যকে ধারণ করে ধুঁকছে নাবিক!
খেজুর বাগান জুড়ে শান্তি খুঁজে ফিরে
নবীর(সাঃ)স্মৃতি আজও হৃদে উঁকি মারে।
সরল সহজ পথে নিত্য বিঘ্ন হানে,
উষ্ণ মরু সিক্ত হয় বিশ্বাসীর খুনে!
দর্শন সঙ্কটে ভোগে নবীর(সাঃ)উম্মত
মরছে আশ্রয় খুঁজে, হারিয়ে হিম্মত!


ভ্রান্তির দেয়াল ভেঙ্গে বের হয়ে এসো,
মতদ্বৈধ দূর করে এক ঘরে বসো;
আল্লাহর রজ্জুখানি ফের কষে ধরো,
মুক্তির আনন্দ নিয়ে ধরণীতে মরো;
যে মরণে দুঃখ নেই, অনাবিল শান্তি,
একেবারে মিটে যাক সমুদয় ক্লান্তি।