মনের মাঝে প্রশ্ন জাগে,
এমন হলে কেমন হয়!
নব বর্ষ সামনে রেখে
ভাববে তারা শত্রু নয়!


মিলে মিশে থাকবে তারা
পাড়া-পড়শী সেটাই চায়,
ঝগড়া-বিবাদ মিটিয়ে এবার
সবার হৃদয় করবে জয়!


পাড়ায় তাদের স্বজন ঢের
কিন্তু তারা মিত্র নয়,
বিবাদ যদি লেগেই থাকে
তাদের কিছু সুযোগ হয়!


উস্কে দিয়ে সটকে পড়ে
ছল-চাতুরীর নেয় আশ্রয়,
মুখের কথা মুখেই থাকে
দুই সতীনের শরিক ক্ষয়!


মনটা যেন বলছে এবার
দু’সতীনেই পেয়েছে ভয়,
নব বর্ষে মিলে-মিশে
ভয়কে তারা করবে জয়!